ভারত-বাংলাদেশ সিরিজ

ভারতের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:১১ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


ভারতের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ
ভালো শুরু করেও আজ ব্যর্থ ছিল লিটন

ভারতকে প্রথমবারের মতো হোয়াইটয়াশের পূরণ করা হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে ২২৭ রানে হেরে তিন ম্যাচ সিরিজে ২-১ গোলে এগিয়ে থেকে সিরিজ জিতেছে টাইগাররা। ৪১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন মাত্র ১৮২ রানেই গুঁড়িয়ে যায় লিটনের দল।


শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পান ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেয়া হয় দলে। এদিন ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়। রোহিত শর্মার পরিবর্তে সিরিজে প্রথমবারের মতো চান্স পেয়েছেন ইশান কিশান। এছাড়া দীপক চাহারের জায়গায় সুযোগ পেয়েছেন কুলদ্বীপ যাদব। 


প্রথমে ব্যাট করতে নেমে ইশান-কোহলি জুটির অতিদানবীয় পার্টনারশিপে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। ইশান কিশানের দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং বিরাট কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৪০৯ রান সংগ্রহ করে ভারত। ২১০ রান করে আউট হন ইশান এবং ১১৩ রান করেন বিরাট কোহলি। এদিন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেন সাকিব, এবাদত এবং তাসকিন। তিন জনই ২টি করে উইকেট পান। এছাড়া মিরাজ এবং মুস্তাফিজ একটি করে উইকেট নেন।


দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে লিটন দাস ও এনামুল বিজয়। এই জুটির ব্যাটিং দেখে মনে হচ্ছিলো লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ ব্যাটিংয়ের সেই ধার টিকসই হয়নি। শুরুতে বিজয়ের উইকেট বিলিয়ে আসা। এরপর সাকিব এবং লিটন কিছুক্ষণ ধরে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। দলীয় ৪৭ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন। ২৬ বলে ২৯ রান এদিন শেষ হয় লিটনের ইনিংস। লিটন আউট হওয়ার পর উইকেটে স্থায়ী হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মুশফিক। ১৩ বল খেলে ৭ রান করে আউট হন মুশফিক।


মুশির বিদায়ের পর ইয়াসির আলি রাব্বিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব। কিন্তু দলীয় ১০৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। উমরান মালিকের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে আউট হন তিনি। ৩০ বলে ২৫ রান করে শেষ হয় রাব্বির ক্যামিও ইনিংস। রাব্বির আউটের পর মাহমুদুল্লাহকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে ব্যর্থ হন সাকিব। কুলদ্বীপ যাদবের বলে ইনসাইড এজ হয়ে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ৫০ বলে ৪৩ রান করেন তিনি। 


সাকিবের বিদায়ের পর দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। ওয়াশিংটন সুন্দরের বলে রিয়াদ এবং শার্দুল ঠাকুরের বলে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন ভারত সিরিজে ফ্লপ থাকা আফিফ হোসেন ধ্রুব। রিয়াদ ২০ এবং আফিফ করেন ৮ রান। আগের দুই ম্যাচের নায়ক মেহেদি মিরাজও ফিরে যান মাত্র ৩ রান করে। একই ওভারে সাজঘরে ফেরেন পেসার এবাদত হোসেন। এরপর শেষ উইকেট জুটিতে দলীয় স্কোরে রান যোগ করার চেষ্টা করেন তাসকিন ও মুস্তাফিজ। দু'জন মিলে শেষ উইকেটে গড়েন ৩৩ রানের জুটি। কিন্তু ৩৩ ওভারের শেষ বলে উমরান মালিকের বলে ফিজ বোল্ড আউট হলে ২২৭ রানের পরাজয় বরন করেন সাকিব-লিটনরা। 


বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।


ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব।