পর্তুগালের পরাজয়, বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


পর্তুগালের পরাজয়, বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
রোনালদোর বিদায়

কাতার বিশ্বকাপে রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে গেল মরক্কো।



খেলার প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল পর্তুগাল। তাদের একের পর এক আক্রমণের পরও মরক্কোর পর্বত-সমান রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। উল্টো ম্যাচের ৪২ মিনিটে পর্তুগালের জালে গোল দিয়ে বসে মরক্কো। ইয়াহিয়া আত্তাতের ক্রসে শূন্যে ভেসে দারুণ এক হেডে অ্যাটলাস সিংহদের এগিয়ে দেন ইউসেফ এন-নেসারি। ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।


বিরতির পর অনেক চেষ্টা করেও মরক্কোর ডিফেন্স ভাঙতে পারেনি পর্তুগাল। ম্যাচের ৫২ মিনিটে মাঠে নামেন একাদশের বাইরে থাকা রোনালদো। নেমেই বাঁ প্রান্ত দিয়ে দারুণ একটি ক্রসও করেন। তবে সেটি থামিয়ে দেন বুনু। পর্তুগালের আক্রমণের চাপে এ সময় কিছুটা কোণঠাসা হয়ে পড়ে মরক্কো। ৫৮ মিনিটে গনসালো রামোসের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। ৬৪ মিনিটে ডি–বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের শট পোস্টের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পর্তুগিজ রক্ষণে তেমন কোনো ভীতিই ছড়াতে পারেনি ৬৮ মিনিটে ফার্নান্দেজের ক্রসে রোনালদো মাথা ছোঁয়াতে পারলে বদলে যেত ম্যাচের মোড়।


আক্রমণের পর আক্রমণে মরক্কোর রক্ষণকে নাকাল করেও কাজের কাজটি কতে পারছিল না পর্তুগাল। রোনালদো–ফার্নান্দেজদের কোনো প্রচেষ্টায় অ্যাটলাস পর্বত হয়ে দাঁড়িয়ে থাকা আফ্রিকার দেশটির দেয়াল ভাঙতে পারছিল না। পর্তুগালের বৃথা চেষ্টাগুলোর মাঝেই ম্যাচ গড়িয়ে যাচ্ছিল গধূলির দিকে। রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের বাতিটাও তখন ধীরে নিভে আসছিল। বিপরীতে নতুন এক ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল মরক্কোকে। ৮৩ মিনিটে রোনালদোর থামিয়ে দেওয়া বলে বুলেট গতির এক শট নেন ফেলিক্স। কিন্তু সেই শট দারুণভাবে থামিয়ে দেন বুনু।