কাতার বিশ্বকাপ ২০২২

সুযোগ পেয়েও হাতছাড়া, ফ্রান্সের কাছে হেরে ইংল্যান্ডের বিদায়


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


সুযোগ পেয়েও হাতছাড়া, ফ্রান্সের কাছে হেরে ইংল্যান্ডের বিদায়
ম্যাচের নায়ক জিরু

ইংল্যান্ডের হয়ে গোলটি করে নায়ক বনেছিলেন হ্যারি কেইন। কিন্তু সেই কেইন-ই ম্যাচ শেষে হয়ে গেলেন ভিলেন! এমন সুযোগ হাতছাড়া করে হয়তো আজীবন আক্ষেপের আগুনে জ্বলবেন তিনি। তার ভুলেই ফ্রান্সের সঙ্গে ২-১ গোলে হেরে বিদায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।


শনিবার (১০ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচ নিয়ে দর্শকদের মনে ছিল চাপা উত্তেজনা। জমজমাটপূর্ণ এক লড়াই দেখতে এদিন টিভি সেটের সামনে বসেছিলো সবাই। দর্শকদের মনের আশা পূরণ হয়েছে। শ্বাসরুদ্ধকর এক ম্যাচের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। যেখানে শেষ পর্যন্ত জয় পেয়েছে শেষবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।


খেলায় শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ। ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে চুয়োমেনির দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফ্রান্স। বাঁ দিক থেকে বল পেয়ে এমবাপ্পে কাটব্যাক করেন ডেম্বেলেকে। ডেম্বেলে দেন ডানে থাকা গ্রিজম্যানকে। গ্রিজম্যান পাঠান বাঁ বার বরাবর চুয়োমেনিকে। বল পেয়েই চৌমেনি ২৫ গজ দূর থেকে অসাধারণ শটে নিচ দিয়ে বল জডিয়ে দেন জালে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।


দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পরেই পেনাল্টি পায় ইংল্যান্ড। ডি বক্সের ভেতর সাকাকে ফাউল করে চুয়োমেনি। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডের নায়ক বনে যান হ্যারি কেইন। এরপর দুই দল চেষ্টা চালিয়েও সফলতা পায়নি। ম্যাচের ৭৮ মিনিটে দারুণ এক গোল করে ফ্রান্সকে লিড এনে দেন অভিজ্ঞ জিরু। নাটকের তখনও শেষ হয়নি। ফ্রান্স এগিয়ে গেলেও ৮৪ মিনিটে ফের পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু এবার সেই পেনাল্টি মিস করে মুহূর্তেই হিরো থেকে ভিলেনে পরিণত হন কেইন। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে সেমি নিশ্চিত করে ফ্রান্স।