পর্তুগালের পরাজয়
ম্যাচ হেরে মেসিকে টেনে আনলেন পেপে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে রোনালদোর পর্তুগাল। মরক্কোর সঙ্গে ১-০ গোলে বিশ্বকাপের যাত্রা শেষ হয় তাদের। এদিকে, ম্যাচ হেরে আর্জেন্টিনার উপর ক্ষোভ ঝেরেছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। শুধু তাই নয়, এসময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকেও টেনে আনেন তিনি।
মূলত ম্যাচে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়োর ওপর ক্ষোভ ঝেরেছেন এই তারকা খেলোয়াড়। তার মতে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতেই নাকি রেফারিরা উঠেপড়ে লেগেছে। পেপে বলেন, 'গতকাল মেসির অভিযোগের পর, এটা একদমই অগ্রহণযোগ্য। একজন আর্জেন্টাইন রেফারি বারবার আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছে। তিনি হয়তো চাচ্ছিলেনই আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দিতে। সবমিলিয়ে ৫ জন আর্জেন্টাইন রেফারি।'
তিনি আরও বলেন, 'আমরা অপ্রত্যাশিতভাবে গোল হজম করেছি, কিন্তু এটা আমাকে এটা বলতেই হবে, আর্জেন্টিনাকেই বিশ্বকাপ জেতানো হবে। এর চেয়ে বরং ওদের বিশ্বকাপটা দিয়ে দাও।'