সেমির আগেই মরক্কো-ফ্রান্স সমর্থকদের পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:৪৪ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২


সেমির আগেই মরক্কো-ফ্রান্স সমর্থকদের পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ
ফ্রান্সের বিখ্যাত প্যারিসিয়ান অ্যাভিনিউ

কাতার বিশ্বকাপে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স, মরক্কো- এই চার দলের একদল আগামী ১৮ই ডিসেম্বর উঁচিয়ে ধরবে বিশ্বকাপের সোনালী ট্রফি। ফাইনালের আগে আগামী ১৪ ডিসেম্বর সেমিফাইনালের লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকান দেশ মরক্কো। কিন্তু জমজমাট এই ম্যাচের আগেই পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে দুই দলের সমর্থকরা।


ঘটনাটি ঘটেছে রোববার (১১ ডিসেম্বর) প্রথম প্রহরে। সেমিফাইনাল নিশ্চিতের পর প্যারিসে রাস্তায় আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন মরক্কো ও ফ্রান্সের সমর্থকগোষ্ঠী। কিন্তু সেই উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খানিক পরেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। এতে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। ফ্রান্সের বিখ্যাত প্যারিসিয়ান অ্যাভিনিউর সামনে উদযাপনের সময় তাদের সতর্ক করে হুইসেল বাজায় পুলিশের সদস্যরা। কিন্তু সতর্কবার্তা এড়িয়ে দুই দেশের সমর্থকরা উদযাপন করতে থাকলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। 


আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স নিজেদের প্রতিবেদনে জানায়, বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের পর দুই দলের সমর্থকেরা বিজয় উদযাপনে পতাকা নেড়ে স্লোগান দিলে পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। রয়টার্সের টিভি ফুটেজে দেখা গেছে, মরক্কো-ফ্রান্স সমর্থকরা এসময় দোকানপাট ভাঙচুর করছে। এছাড়াও তারা পুলিশের ওপর হামলা চালায়। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডে আগুনও দেখা যায়। সর্বশেষ পাওয়া তথ্যমতে, ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্সের সরকার।