চিলির ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:২১ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
আন্দিজ পর্বতমালায় অবস্থিত চিলির লাস্কার আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই বের হওয়ার পর নিরাপত্তার সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার (১০ ডিসেম্বর) আগ্নেয়গিরিটির ফের সক্রিয় হয়ে ওঠে। সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চিলির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং সার্ভিস (সার্নাজিওমিন) জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টায় লাস্কার আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়। যার ফলে আগ্নেয়গিরি থেকে বিপুল পরিমাণে ছাই এবং বিষাক্ত গ্যাস সমন্বিত ধোঁয়া ছরিয়ে পড়ে। সার্নাজিওমিনের বিশেষজ্ঞরা সাইট পর্যবেক্ষণ করছেন।
জেবি/এসবি