পর্তুগালের বিদায়ে কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বান্ধবী


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:০১ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২


পর্তুগালের বিদায়ে কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বান্ধবী
রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায় নেয় তার দল। দলে সেরা একাদশে জায়গা পাননি দলটির সবচেয়ে বড় তারকা রোনালদো। 


শুধু এই ম্যাচে নয়, শেষ ১৬তে সুইজারল্যান্ডের বিপক্ষেও প্রথম ৭০ মিনিট মাঠের বাইরে ছিলেন রোনালদো। পর্তুগালের এমন পারফর্মেন্সের পেছনে কোচ ফার্নান্দো সান্তোসকেই কাঠগড়ায় তুলেছেন ফুটবল বিজ্ঞরা। তাদের মতে, বিশ্বকাপের মতো আসরে রোনালদোকে একাদশে না রাখা কোচ সান্তোসের বড় ভুল। অনেকের মতো পর্তুগালের এই কোচকে ধুয়ে দিয়েছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। 


সান্তোসের সমালোচনা করে নিজের ইনস্টাগ্রামে জর্জিনা লেখেন, 'তোমার (রোনালদো) বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এত সম্মান করো। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তারপর দেখল সব কিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।' তিনি আরও লেখেন, 'তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছো। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।'