ভারতকে হারিয়ে সিরিজ জয়
আবারও অধিনায়কত্ব চান লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২

দেশের মাটিতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল ভারত। সেবার প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বাধীন বাংলাদেশ।
৭ বছর পর ২০২২ সালে এসে এবারও দেশের মাটিতে ভারতকে কাঁদিয়ে সিরিজ জেতার কীর্তি গড়েছে টাইগাররা। তবে এবার নেতৃত্বে এসেছে পরিবর্তন। চলমান ভারতীয় সিরিজের ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে দলের সেরা ব্যাটার লিটন কুমার দাসকে। অধিনায়কের পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ওয়ার্ল্ড ক্লাস এই ব্যাটার। এদিকে ভবিষ্যতেও অধিনায়কত্বের সুযোগ থাকলে তা সাদরে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন লিটন।
ওয়ানডে সিরিজের পর সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'হ্যাঁ, অবশ্যই বিসিবি সুযোগ দিলে আবারও এই কাজ (অধিনায়কত্ব) করবো। তবে তারা আমাকে সুযোগটি দিয়েছে বলে আমি খুশি।' নেতৃত্ব করতে গিয়ে কোনরকম সমস্যায় পড়তে হয়নি জানিয়ে তিনি বলেন, 'আমি অনেক খুশি। দলের সবাই যেভাবে সহায়তা করেছে। মাঠে কখনো সেভাবে চাপ বোধ করিনি। প্রথমবার অধিনায়ক হিসেবে সিরিজ জয়, এর চেয়ে বড় কিছু হয় না। শেষ ম্যাচটি জিতলে হয়তো বেশিই ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ না।'
এরপর সিরিজ জয়ের প্রতিক্রিয়ায় লিটন বলেন, 'প্রথম প্রেস কনফারেন্সে আমি একটা কথাই বলেছিলাম, আমার দলের মধ্যে বিশ্বাসটা আছে। কে যেন প্রশ্ন করেছিলেন সিরিজের ট্রফি রেখে দিতে চাই কি না? আমি অবশ্যই হ্যাঁ বলেছিলাম। অধিনায়ক হিসেবে বা খেলোয়াড় হিসেবে যখন এমন বড় একটা সিরিজ খেলবো, তখন চাওয়া থাকবে সিরিজটা যেন জিতি। আমরা হোমে সিরিজটা খেলেছি। তো এর থেকে বড় কিছু নেই যে সিরিজ জিতেছি।'