বেড়েছে লবনের দাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
গত ১ সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে তিন টাকা বেড়েছে। টিসিবি এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরার আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা ও মিরপুর ১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।
টিসিবি বলছে, এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। গতকাল রোববার এর দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে লবণের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা।
একই দিন দাম বেড়েছে আলু ও দেশি পেঁয়াজের। আলুর দাম ২১ দশমিক ২৮ শতাংশ বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৫ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ২২ থেকে ২৫ টাকা কেজি। আর দেশি পেঁয়াজের দাম ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৩৫ থেকে ৫০ টাকা।