মাঠ থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২

ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতে অবিস্মরণীয় এক কীর্তি গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডের পর এবার টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দুই দলের খেলোয়াড়েরা। এদিকে, টেস্ট সিরিজ শুরু একদিন আগেই হাসপাতালে যেতে হলো টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এর আগে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দলের অনুশীলনের সময় আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে। এসময় সাকিবের সঙ্গে হাসপাতালে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
জানা যায়, ওয়ানডে সিরিজের সময় ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু আজ অনুশীলনের সময় সেই জায়গায় ব্যথা অনুভব করছিলেন। ব্যথা না কমায় মাঠে অ্যাম্বুলেন্স এনে মাঠ থেকেই স্ক্যান করাতে হাসপাতালে নেয়া হয় তাকে। অন্যদিকে, বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, হাসপাতালে স্ক্যান করিয়েছেন সাকিব। রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে, ভারতের বিপক্ষে টেস্টে তিনি খেলবেন কি না।