সেমিফাইনালের লড়াই
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া: মুখোমুখি যত রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৫৬ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দিবাগত রাত ১টায় সেমিফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সোনালী ট্রফির স্বপ্নে মাঠে নামবে দুই দল।
পরিসংখ্যানে প্রথমেই আসে ফিফা র্যাংকিং। এদিক থেকে আর্জেন্টিনাই এগিয়ে। র্যাংকিংয়ে ৩ নম্বরে আছে তারা। অন্যদিকে ক্রোয়েশিয়ার অবস্থান ১২। চতুর্থ দেশ হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে ক্রোয়েটরা। আর দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা ষষ্ঠবার ফাইনাল খেলার অপেক্ষায়। ক্রোয়েশিয়ার চোখ প্রথম ট্রফিতে, আর আর্জেন্টিনা ৩৬ বছরের আক্ষেপ ঘুচাতে চায় তৃতীয় বিশ্বকাপ জিতে।
ফাইনালে চোখ রেখে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপে আগে দুইবার একে অন্যের সঙ্গে খেললেও এবারই প্রথম নকআউটে দেখা হচ্ছে তাদের। বিশ্বমঞ্চে আগের দুই দেখায় একটি করে জিতেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। সব মিলিয়ে পাঁচবারের দেখায় দুটি করে জয় দুই দলের, অন্যটি ড্র।
প্রথমবার দুই দলের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৪ সালের জুনে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের কেউ গোলের দেখা পায়নি, শেষ হয় গোলশূন্য ড্রতে। চার বছর পর ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ ম্যাচে প্রথম দেখা হয়, সেখানে মাউরিসিও পিনেদার একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা। ২০ বছর পর ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। গ্রুপ পর্বের ওই ম্যাচে আন্তে রেবিচ, লুকা মদরিচ ও ইভান রাকিতিচের দ্বিতীয়ার্ধের গোলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় ক্রোয়েটরা।
এছাড়া ২০০৬ ও ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের দেখা হয়েছিল। প্রথমটিতে ৩-২ গোলে জেতে ক্রোটরা, পরেরটি হেরেছে ২-১ গোলে। এবার আজকের সেমিতে কে জেতে সেটা দেখতে হলে কেরা শেষ পর্যন্ত চোখ রাখতে হবে সবাইকে।
হেড টু হেড রেকর্ডে দুই দল
- আর্জেন্টিনা জয়: ২
- ক্রোয়েশিয়া জয়: ২
- ড্র: ১
- আর্জেন্টিনা গোল: ৫
- ক্রোয়েশিয়া গোল: ৭
ম্যাচ ইতিহাস
- ৪ জুন, ১৯৯৪: আর্জেন্টিনা ০-০ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)
- ২৬ জুন, ১৯৯৮: আর্জেন্টিনা ১-০ ক্রোয়েশিয়া (বিশ্বকাপ)
- ১ মার্চ, ২০০৬: আর্জেন্টিনা ২-৩ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)
- ১২ নভেম্বর, ২০১৪: আর্জেন্টিনা ২-১ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)
- ২১ জুন, ২০১৮: আর্জেন্টিনা ০-৩ ক্রোয়েশিয়া (বিশ্বকাপ)