'মেসি এবার বিশ্বকাপ জিতবে, এটা লেখা হয়ে গেছে'
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৫৭ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২

চলমান ফুটবল বিশ্বকাপে মাত্র দুইটি ম্যাচ জিততে পারলে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচাবে মেসিদের। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশের সময় দিবাগত রাত ১টায় সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।
এ ম্যাচে জিতে পারলেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আলবেসেলেস্তেরা। এরপরিই লিওনেল হাত ধরেই কাতারে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা।
এদিকে, সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করেছেন, এত দূর যাওয়ার প্রয়োজন নেই। তার দাবি, মেসি এবার বিশ্বকাপ জিতবে এটার এরই মধ্যে লেখা হয়েছে।
তিনি বলেন, আমার মনে হয় এটার এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যী লেখা হয়ে গেছে।
জেবি/এসবি