আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৪ তারকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৪ তারকা ক্রিকেটারকে রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় জায়গা পেয়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেষ্ট অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও মারকুটে ব্যাটার আফিফ হোসেন। এ ছাড়া সংক্ষিপ্ত তালিকা থেলে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
সাকিব আল হাসান ছাড়া ৩ জনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। আর আর ৫০ লাখ কমিয়ে দেড় কোটি রুপির ক্যাআগরিতে আছেন সাকিব।
এবারের ১০ দলের আইপিএলের নিলাম আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইপিএলে ৯৯১ ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্য থেকে ৩৬৯ জনকে নিলামে তোলার জন্য বেছে নেওয়া হয়েছিল, পরে আরও ৩৬ জন এই তালিকাউ যুক্ত হয়েছেন।
জেবি/এসবি