ভারত-বাংলাদেশ সিরিজ
শেষ বলে স্বস্তি নিয়ে দিন পার করলো টাইগাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৪০ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সমানে-সমান লড়াই করেছে বাংলাদেশ। যেখানে দারুণ বোলিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল টাইগাররা। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আয়ারের অর্ধ-শতকে প্রথম দিনটা কিছুটা মলিন হয়ে যায় টাইগারদের জন্য। ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ভারত।
চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম ইনিংসে দারুণ শুরু করে বাংলাদেশ। ভারতের অধিনায়ক রাহুককে ২২ রানে, শুভমান গিলকে ২০ এবং বিরাট কোহলিকে মাত্র ১ রানে ফিরিয়ে চমকের আভাস দিয়েছিল টাইগাররা। লাঞ্চের আগে মাত্র ৮৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারত বিরতির পর ফিরে দলীয় ১১২ রানে হারায় রিশব পান্তের উইকেট। এদিন ৪৫ রান করে সাজঘরে ফেরে পান্ত।
এরপর দুই ব্যাটার পূজারা-আয়ার দলের রানের চাকা সচল রাখা শুরু করেন। টাইগার বোলারদের একের পর এক প্রচেষ্টাকে ব্যর্থ প্রমাণিত করে উইকেটে থেকে রানের চাকা বাড়াতে শুরু করেন তারা। ফলে দ্বিতীয় সেশনে কোনো উইকেট আদায় করতে পারেনি বাংলাদেশ। কিন্তু দিনের শেষে স্বস্তি দিয়েছে তাইজুল ইসলাম। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকা পূজারাকে বোল্ড করে আনন্দে ভাসেন তিনি। দিনের শেষ বলে ব্যক্তিগত ৯০ রানে আউট হন পূজারা। প্রথম দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এদিন একাই ৩ উইকেট নেন তিনি। এছাড়া ২টি উইকেট পেয়েছেন ওয়ানডে সিরিজ জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। এছাড়া খালেদ আহমেদ পেয়েছেন ১টি উইকেট।