মরক্কো-ফ্রান্স

সেমির আগে ফ্রান্স শিবিরে দুঃসংবাদ, একাদশে দুশ্চিন্তা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


সেমির আগে ফ্রান্স শিবিরে দুঃসংবাদ, একাদশে দুশ্চিন্তা
উদ্বিগ্ন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম

লিওনেল মেসির দারুণ নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার দিবাগত রাতে ক্রোয়েটদের ৩-০ গোলে হারিয়ে ফাইনালে যায় তারা। আজ বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের দল। মরক্কোর সঙ্গে লড়াইয়ের আগে একাদশ সাজাতে গিয়ে উদ্বিগ্ন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম। 


জানা গেছে, মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিওট ও ডিফেন্ডার ডায়োট উপামেকানোকে নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি এই দুই খেলোয়াড়। তবে এখনই সেমিফাইনালে তাদের খেলার আশা ছেড়ে দিচ্ছে না ফ্রান্স। কিন্তু এমন পরিস্থিতিতে একাদশ সাজাতে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন দেশম। জানা গেছে, আজকের একাদশে ডিফেন্সের দায়িত্বে থাকবেন ক্লাব ফুটবলে ইতোমধ্যে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যাওয়া রাফায়েল ভারান। অন্যদিকে উপামেকানোর স্থানে স্ট্যান্ডবাই রাখা হয়েছে ইব্রাহিমা কোনাতেকে। থিও হার্নান্দেজ ও জুলেস কোন্দে থাকবেন ফুলব্যাকের ভূমিকায়। এছাড়া আজকের একাদশে যাদের দেখা যাবে: হুগো লরিস; জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ; অরেলিয়েন শুমেনি, আদ্রিয়েন র‌্যাবিওট; উসমান দেম্বেলে, আন্তোয়ান গ্রিয়েজম্যান, কিলিয়ান এমবাপ্পে; অলিভিয়ের জিরু।