উইকেট নিয়ে দিন শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ১৫ই ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম উইকেট নিয়ে বাংলাদেশের শুরু হয়েছে।
এর আগের দিন ৮২ রান করে অপরাজিত থাকা ভারতের শ্রেয়াস আয়ারকে এদিন শুরুতেই ফিরিয়ে দেন টাইগার পেসার এবাদত হোসেন।
মাত্র ৮৬ রানে এবাদতের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। তাতে স্যালুট জানিয়ে নিজের চিরচেনা উদযাপন করেন এবাদত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩০৩ রান।
জেবি/এসবি