বিজয় দিবসের গুচ্ছ কবিতা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


বিজয় দিবসের গুচ্ছ কবিতা
কবিতা

স্বাধীনতার সংগ্রাম

ইসমত আরা খাতুন 


চৌদ্দই আগস্ট, ঊনিশশত সাতচল্লিশ 

স্বাধীনতার নামে শোষণের আরেক অধ্যায়। 

দুচোখ জুড়ে ঘোর অমানিশা! 

ঊনিশশত বায়ান্ন উর্দুই হবে রাষ্ট্র ভাষা 

বাংলায় বাকরুদ্ধ! একশত চুয়াল্লিশ ধারা, 

গর্জে ওঠে ছাত্র-জনতা,

রক্তরন্জিত রাজপথ অবাক পাকিস্তান! 

চুয়ান্নের বিজয়, ছেষট্টির ছয় দফা,

ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের বিজয় -

প্রকম্পিত ইয়াহিয়া! পঁচিশে মার্চ -

নারকীয় হত্যাকাণ্ড অপারেশন সার্চ লাইট! 

জাগো বাঙালি জাগো, আর নয়- উত্তাল মার্চ!

রুখতেই হবে বুভুক্ষু শকুনের ছোবল,  

লোলুভ দৃষ্টি, দাউদাউ জ্বলছে চিতাগ্নি! 

পরাধীনতার শেকল ছেঁড়া ইচ্ছেরা সব

দামামা বাজিয়ে বলছে বাজাও মরণ বীণ

ভাসাও রণতরী, মাঝির কণ্ঠে বজ্রধ্বনি 

মেঘের হুংকার স্তম্ভিত!

ত্রিশ লক্ষ প্রাণের রক্তের জোয়ার বইছে,

সম্ভ্রম-স্বজন হারা আর্তনাদের রোল চারিদিক! 

স্মরণ কালের সাক্ষী সুদীর্ঘ নয় মাস!   

অবশেষে পেলাম তোমায়।

ষোলই ডিসেম্বর,ঊনিশশত একাত্তর

শেষ প্রহর, নতুন একটা ভোর, 

সবুজের মাঝে লাল বৃত্তে

ধ্বংসযজ্ঞের পাহাড় বুকে নিয়ে  

মাথা উঁচু করে অনাবিল প্রশান্তিতে 

হাসছে স্বাধীন বাংলাদেশ।



বিজয় প্রভা

জান্নাতুল ফেরদৌস 


বিজয় বিজয় বিজয়

১৬ ডিসেম্বরের বিজয়,

বাংলার মানুষের বিজয়,

পরাধীন বাঙ্গালীর বিজয়,

শান্তির পতাকায় হবে আশ্রয়।


বাঙালি জাতি আজও ভাসে বিজয় উল্লাসে,

বিজয় কেতন উড়িয়ে আজও বাঙালীরা হাসে।

বিজয় আনন্দের পদধ্বনিতে পথঘাট হয় মুখরিত

হারানো ব্যাথা ভুলে বিজয় আনন্দে মন হয় উৎফুল্লিত।

পরাধীনতার গ্লানি মুছে বাঙালি জাতি আজ প্রজ্বলিত।   


বিজয় হোক বাঙালীর দীপ্তিময় উষালগ্ন,

বিজয় হোক বাঙালীর চেতনার অবিকল স্বপ্ন।

বিজয় হোক বিশ্বে বাংলা নামের ভাসমান জ্ঞান,

বিজয় হোক বাঙালীর আত্মমর্যাদায় বিশ্ব মহান।  

বিজয় শক্তি আনুক বাংলা নামের প্রদীপ্ত সম্মান।


ধরি ধরি মোরা শক্ত হাতে ধরি,

বিজয় উল্লাসে মোরা নিজেকে রোপন করি।

গৌরবে সৌরভে এগিয়ে যাব অনুভবে বাংলায়-

বাধা বিপত্তি উপেক্ষা করে পৌছে যাবো সুউচ্চ আসনে, 

মানবো না পরাজয়,আনবো বিজয় প্রতিটি প্রাণের বন্ধনে।  


বিজয় নিশান

সেগুফতা আনসারী


বঙ্গাকাশে যখন ভাসে 

নিশান রাশি রাশি,

উচ্ছ্বাসে মন করে বরণ

বাংলা মায়ের হাসি।


সবুজ শ্যামলীমায় ঢাকা 

ছায়া ঘেরা ঐ বন,

সজীবতার ছোঁয়া দিয়ে 

ভরিয়ে দেয় এই মন।


ঊষার দ্বারে গগণ পাড়ে 

রক্ত রাঙা রবি,

কবি মনে সদাই আঁকে 

স্বাধীনতার ছবি। 


বিজয় মাসে হৃদয় হাসে

লাল সবুজের রঙে,

বাঙ্গালী জাতি ধন্য 

হয় জন্মে  এই বঙ্গে।


বঙ্গ মাতার আঁচলের এই

লাল সবুজের  সাজ,

বিশ্ব হৃদয় তটে আকাঁ

নিপুণ কারুকাজ!


কাদা মাটিকে লাল করতে

কত রক্ত দিতে হল,

মেহেদী রং মুছতে গিয়ে 

নয়ন ছল ছল। 


প্রিয়জনের বিরহে কত 

বিনিদ্র রজনী হল ভোর,

জীবন দিয়ে ছিঁড়তে  হল

পরাধীনতার ডোর।


মুক্তাকাশে ভাসিয়ে দিতে

মুক্ত সুরের  ঐকতান, 

রক্ত দিয়ে রাখতে হল

স্বাধীনতার  মান।


বিজয় নিশান উড়াল যারা

এই বিশ্ব দরবারে,

অমর হয়ে থাকবে তারা 

হৃদয় পরাবারে।



বিজয় এসেছে 

কামরুন্নাহার বর্ষা


বিজয় এসেছে সূর্য হেসেছে

পাখির কলতান,

নানান রূপের সোনার বাংলায়

শুনছি জয়ের গান।


জয় বাংলা বাংলার জয়

এমনি মধুর সুর,

রক্তে মাখা বিজয় আমার

বায়ান্নোর সেই দূর।


দাদুর কাছে শুনছি বিজয় 

ছিল রক্তে মাখ,

ত্রিশ লক্ষ শহীদ ভাইয়ের

সোনার বাংলা  আঁকা।


শত ত্যাগের বিনিময়ে

বিজয় এলো দেশে,

বর্গীরা সব ভয়ে পালালো

পরাজয়ের বেশে।


জেবি/এসবি