সেমিফাইনালে ম্যাচ সেরা হয়ে যে রেকর্ড গড়লেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অসাধরণ খেলে এই ম্যাচেও সেরা হয়েছেন লিওনেল মেসি।
এর আগে আরও ৩ ম্যাচেও সেরে হয়েছেন তিনি। সবমিলিয়ে ফিফা বিশ্বকাপে মেসি ম্যাচ সেরা হয়েছেন ১০ বার। এতে বিশ্বকাপে ম্যাচ সেরা হওয়ার রেকর্ড গড়েছেন মেসি।
দ্বিতীয় অবস্থানে থাকা বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা হয়েছে ৭ বার। এখন তার ধারে কাছেও আপাতত কেউ নেই। তৃতীয় তালিকায় আছেন নেদারল্যান্ডসের রোবেন। তিনি বিশ্বকাপে ম্যাচ সেরা হয়েছেন ৬ বার।