অগ্রণী ব্যাংকের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমঝোতা স্মারক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৫ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২


অগ্রণী ব্যাংকের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমঝোতা স্মারক
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ নীতিমালার আওতায় গৃহ নির্মাণ/জমিসহ তৈরিবাড়ি ক্রয়/ফ্ল্যাট ক্রয়ের ঋণ প্রদান কার্যক্রম শুরুর নিমিত্তে অগ্রণী ব্যাংক লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 


এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (সিএফও) মোহাম্মেদ দীদারুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আরএক্স/