ভারতের প্রথম উইকেটের পতন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২


ভারতের প্রথম উইকেটের পতন
ভারতের প্রথম উইকেটের পতন

বাংলাদেশের বিপক্ষে ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করেছে ভারতীয় দল। সফরকারীদের সাবধানী এক সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার। 


১৫ ওভার ব্যাট শেষ করে কোনো  উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারতীয় দল। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে খালেদ আহমেদের শর্ট বলে ফাইন লেগে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হয় রাহুল। ৬২ বলে তিন চারে ২৩ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে ভারতের আসে ৭০ রান, তাদের লিড ৩২৪ রানের। 


ভারতের বিপক্ষে গতকাল দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে থেকে ২ উইকেট হাতে রেখে দিন শেষ করেছিল বাংলাদেশ দল। তবে তৃতীয় দিনের শুরুতে এবাদত-মিরাজকে হারিয়ে অলআউট হয় টাইগাররা।


দিনের শুরুতেই নবম উইকেট হারায় বাংলাদেশ। ২৫৪ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ হয় বাংলাদেশের। তবে সুযোগ থাকলেও ভারতীয় দল ফলো অন না করিয়ে ব্যাটে নামে দ্বিতীয় ইনিংসে।


আরএক্স/