উদ্বোধনী জুটি ভাঙলো ১২৪ রানে


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


উদ্বোধনী জুটি ভাঙলো ১২৪ রানে
উদ্বোধনী জুটি ভাঙলো ১২৪ রানে

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। 


দ্বিতীয় ইনিংসে পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে দারুণ লড়াই করেছিলেন জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত। কিন্তু দ্বিতীয় সেশনে ভেঙে গেলো বাংলাদেশের উদ্বোধনে উদ্বোধনী জুটি।


নাজমুল হাসান শান্ত ৬৭ রান করে থামলেন। উমেশ যাদবের বোলে আউডসাইড এজ হয়ে বোলে উঁচু হয়ে বিরাট কোহলির দিকে ছুটে যায়। বল ধরেও গিয়েও ফসকে যায়, সুতর্ক ছিলেম শান্ত।  দ্রুত দারুণভাবে এক হাতে ক্যাচ ধরেন ভারতীয় উইকেটকিপার।


জেবি/এসবি