মেসি'র হাতে বিশ্বকাপ দেখতে চান শাহীন আফ্রিদি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২

চলমান ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মদনার শেষ নেই। এ উন্মাদনা ক্রিকেট তারকাদের মাঝেও ছড়িয়ে গেছে। ফুটবল প্রেমীদের মতো তাদেরও পছন্দ-অপছন্দের দল রয়েছে। ঠিক তেমনই একজন ক্রিকেটার হলেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি।
তার পছন্দের তালিকায় রয়েছে ফুটবল জগতের দুই তারকা অভিনেতা মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি এক সক্ষাতকারে এই ক্রিকেট তারকা বলেন, 'মেসি আমার কাছে ভিষণ পছন্দের। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল ম্যাচে সেমির প্রতি সমর্থন থাকবে।'
আগামীকাল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবলের এই ফাইনাল ম্যাচ কার হাতে ট্রফি উঠবে তার জন্য অধির আগ্রহে আছেন বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমিরা।
জেবি/এসবি