ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আজ রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত করে ফেলেছেন লিওনেল স্কালোনি।
এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, 'দুটি বিকল্প আছে আমাদের হাতে (৫-৩-৩ বা ৪-৪-২)। তবে আমাদের খেলা এসব কৌশলকে ছাপিএ যায়। যেভাবেই খেলি না কে, আমার মনে হয় না সেটা আমাদের বদলে দেবে। আমরা প্রতিপক্ষপকে বেশি আঘাত করার পাশাপাশি নিজেরা কম ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তায় আছি। আমরা এরই মধ্যে চূড়ান্ত করে ফেলছি।'
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগ্লিয়াফিকো/মার্কোশ অ্যাকুন, লেয়ান্দ্রো পারেদেস/লিসান্দ্রো মার্তিনে/ডি মারিয়া, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এন্সো ফের্নান্দেজ, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।
জেবি/এসবি