ভারতের কাছে হারলো টাইগাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ওপেনিং রেকর্ড গড়ে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জয়ের আভাস দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারলো টাইগাররা।
ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটের জবাবে ৩২৪ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এর ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ১৮৮ রানে হারল টাইগাররা।
বল হাতে একাই টাইগারদের ধবল ধোলাই করে ম্যাচসেরা হয়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
এর আগে ৪০৪ রানে থেকেছিল ভারতের প্রথম ইনিংস। তবে ১৫০ রানেই ঘুঁটিয়ে যায় স্বাগতিকরা। তবে বাংলাদেশকে ফলো-অনে না পাঠিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে দলীয় ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে অতিথিরা। ফলে সব মিলিয়ে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫১৩ রান।
জেবি/এসবি