ফুটবলে রোমান্টিক লোক চাইবে মেসি জিতুক: জার্মানির কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২

চলমান কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আজ রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
জার্মানি কোচ হান্স ফ্লিক মনে করেন, ফিটবল রোমান্টিক হলে এই আসরের শিরোপা মেসির হাতেই দেখতে চাইবেন যে কেউ।
জার্মানি কোচের মতে, এবারের বিশ্বকাপের দাবিদার আর্জেন্টাইন মহাতারকা। তবে ফাইনালে নিরপেক্ষ থাকতে চান ফ্লিক।
তিনি বলেন, 'কেউ যদি ফুটবোলে রোমান্টিক হয়, তাহলে সে চাইবে লিওনেল মেস জিতুক। কারণ মেসি গত ১০ বছরের সবচেয়ে অসাধারণ খেলোয়ার। এই বয়সে সে এখনও নিজের মান দেখিয়ে চলেছে।'
জেবি/এসবি