গোল সংখ্যা সমান হলে যেভাবে দেওয়া হবে ‘গোল্ডেন বুট’


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:১৩ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


গোল সংখ্যা সমান হলে যেভাবে দেওয়া হবে ‘গোল্ডেন বুট’
গোল্ডেন বুট

কাতার বিশ্বকাপে পর্দা নামছে আজ আর্জেন্টিনা-ফ্রান্স -এর ফাইনাল খেলার মধ্য দিয়ে। রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 


এবার বিশ্বকাপে কে পাবেন 'গোল্ডেন বুট'? এমন প্রশ্নে দুজনের নাম আসে প্রথমে। প্রথমত লিওনেল মেসি আর দ্বিতীয়ত কিলিয়ান এমবাপ্পে।


দুজনেরই গোলসংখ্যা ৫টি করে। তবে অ্যাসিস্টে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্ট ৩টি আর এমবাপ্পের দুটি। এই বিশ্বকাপে এমবাপ্পে খেলেছেন মোট ৪৭৭ মিনিট, মেসি খেলেছেন ৫৭০ মিনিট।


তবে গোল সংখ্যা সমান হলে তখন অ্যাসিস্ট হিসেবে পুস্কার দেওয়া হয়। অ্যাসিস্টও যদি সমান হয় সে ক্ষেত্রে দেখা যাবে কে কত মিনিট খেলেছে। যিনি কম সময় মাঠে থেকেছেন তিনিই পাবেন ‘গোল্ডেন বুট’। 


জেবি/এসবি