ফাইনালের আগে কাঁদলেন আর্জেন্টিনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:০৭ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আজ রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে এই মাহেন্দ্রক্ষণে কেঁদেই ফেললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। আজ একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের এক পর্যায়ে র্যায়ে দেখা যায় তিনি কথা বলার সময় এক হাতে চোখের পানি মুছছেন।
লিওনেল স্ক্যালোনি বলেন, 'দেখে মনে হচ্ছে, আমি খুব কান্নাকাটি করি। কিন্তু অনেক সময় নিজের আবেগ ধরে রাখা যায় না। সবাইকে অনেক ধন্যবাদ। এই মুহূর্ত ভালার মতো নয়।'
তিনি আরও বলেন, 'আশা করি ওরা ওদের প্রাপ্য আনন্দ পাবে। ফুটবলাররা নিজেকে সবটা দিয়েছে। আশা করছি, বিশ্বকাপ জিতেই মাঠ ছাড়বো। সবাইকে গর্বিত করতে চাই।'
জেবি/এসবি