আর্জেন্টিনার একাদশে পরিবর্তন, ফিরেছেন ডি মারিয়া


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:১৮ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


আর্জেন্টিনার একাদশে পরিবর্তন, ফিরেছেন ডি মারিয়া
ডি মারিয়া

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আজ রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত করে ফেলেছেন লিওনেল স্কালোনি।


এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, 'দুটি বিকল্প আছে আমাদের হাতে (৫-৩-৩ বা ৪-৪-২)। তবে আমাদের খেলা এসব কৌশলকে ছাপিএ যায়। যেভাবেই খেলি না কে, আমার মনে হয় না সেটা আমাদের বদলে দেবে। আমরা প্রতিপক্ষপকে বেশি আঘাত করার পাশাপাশি নিজেরা কম ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তায় আছি। আমরা এরই মধ্যে চূড়ান্ত করে ফেলছি।'


আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া; রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া; লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ।