ফ্রান্সকে হারিয়ে মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২

বিশ্বকাপের জমজমাট ফাইনালে শেষ পর্যন্ত হেরে সোনালী ট্রফি হাতছাড়া করলো ফ্রান্স। রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে তাদেরকে হারিয়ে কাপ নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
খেলার শুরু থেকেই ম্যাচে বিস্তার করা আর্জেন্টিনাকে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেয় দলটির অধিনায়ক লিওনেল মেসি। এরপরই আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেল দি মারিয়া। ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক দলীয় প্রচেষ্টায় দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
বিরতির আগ পর্যন্ত আর্জেন্টিনার একের পর এক আক্রমণে নাজেহাল হয়ে পড়ে ফ্রান্সের দেয়াল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ফ্রান্স। তাদের ধীর আক্রমণে একটু পর পরই কাঁপন ধরছিলো আর্জেন্টিনার গোলমুখ। ফলাফলও পেয়ে যায় তারা। ৮০ মিনিটে পেনাল্টি পেলে গোল দিয়ে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। পরের মিনিটেই ফের এমবাপ্পে ম্যাজিক। ৮১ মিনিটে দারুণ এক গোল করে ম্যাচের চিত্রপট পাল্টে ফেলেন তিনি।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০৮ মিনিটে অবিশ্বাস্য এক গোল করে আর্জেন্টিনাকে আবার এগিয়ে নেন পুরো বিশ্বকাপে দলটির নায়ক লিওনেল মেসি। পুরো বিশ্ব যখন আর্জেন্টিনার নামে ট্রফি লিখে দিয়েছেন, তখনই ফ্রান্সের হয়ে মাঠে নামেন স্বয়ং দেবতা। ১১৭ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। নিজের হ্যাট্রিক পূর্ণ করে ফ্রান্সকে আবারও সমতায় আনেন বিস্ময় বালক এমবাপ্পে। শেষ পর্যন্ত ১২০ মিনিট পর্যন্ত ৩-৩ ব্যবধানে শেষ হয় ম্যাচ।
এরপর পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।