বিশ্বকাপ জয়ের পর যা বললেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।
রবিবার দিবাগত রাতে ফ্রন্সের বিরুদ্ধে খেলার মূল পূর্ব ২-২ সমতা। এর পর অতিরিক্ত সময়ে গড়ালে ৩-৩ সমতা দিয়ে দাঁড়ায়। পরে ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে শিরোপা জিতে নেয় মেসির দেশ।
জয়ের পর গণমাধ্যমকে মেসি বলেন,'অবিশ্বাস্য লাগছে। যা হয়েছে সেটা বিশ্বাই করতে পারছি না। বিশ্বকাপ জেতার থেকে আন্দের মুহূর্ত আর কিছুতেই নেই। আমার হাতের ট্রফিটা দেখুন। কী সুন্দর লাগছে।'
তিনি আরও বলেন,'বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়েছিলাম। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। মনেও হচ্ছিল যে আমাদের হাতেই কাপটা উঠবে। আগে অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হল আজ।'
জেবি/এসবি