যোগ্য হিসিবেই বিশ্বকাপ জিতেছে মেসি: পেলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২

ক্যারিয়ারের শেষে এসে অবশেষে বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি। এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নানা অঙ্গনের মানুষ তাদের শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন।
এবার এতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তিনি জানালেন, 'যোগ্য হিসবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা'
সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে 'কালো মানিক' খ্যাত পেলে লেখেন, 'আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ায়র এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।'
জেবি/এসবি