আর্জেন্টিনার জয়ে মাশরাফি-সাকিবের উল্লাস


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


আর্জেন্টিনার জয়ে মাশরাফি-সাকিবের উল্লাস
আর্জেন্টিনার জয়ে মাশরাফি-সাকিবের উল্লাস- ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ আর অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। মধ্যরাতে ম্যাচ শেষ হতেই দেশের আনাচে-কানাচে আর্জেন্টিনার ভক্তরা নেচে-গেয়ে, আতশবাজি পুড়িয়ে উদযাপন করেছেন প্রিয় দলের জয়।


এদিকে গায়ে আর্জেন্টিনার জার্সি চাপিয়ে আর ঢোল-বাদ্য বাজিয়ে সে উৎসবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান।


আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কিছু সময় পরই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। যাতে দেখা যায়, আর্জেন্টিনার আকাশী রংয়ের টি-শার্ট পড়ে মনের আনন্দে ঢাক পেটাচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে মাশরাফি লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপন টা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা।’


কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে লিওনেল মেসিরা ট্রফি উঁচিয়ে ধরতেই রাস্তায় নেমে আসেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনার জার্সি গায়ে মুখে চওড়া হাসি নিয়ে গাড়ি ড্রাইভ করছেন সাকিব। এ সময় ভক্তরা তার গাড়ি ঘিরে ধরলে তাদের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করেন নেন বিশ্বসেরা অলরাউন্ডার।