মেসির সোনায় মোড়ানো আইফোনের দাম কত?
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩২ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২২

বিশ্বকাপজয়ী আর্জেনিনা ফুটবল দলের অধিনায়ক ও তারকা ফুবলার লিওনেল মেসি মাঠে দুর্দান্ত খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে একজন শৌখিন মানুষ তিনি।
নিজের ব্যক্তিগত বিমানের পাশাপাশি রয়েছে বিলাসবহুল বাড়ি-গাড়ি। এছাড়া মেসির সংগ্রহে রয়েছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন এক্সএস ম্যাক্স।
ওই ফোননের পেছনে মেসির নামসহ জার্সি নম্বর '১০' স্ত্রীসহ সন্তানদের নাম খোদাই করা হয়েছে। শুধু তা-ই নয়, আর্জেন্টির জাতীয় ফুটবল দল এবং এফসি বার্সোলোবা দলের লগোও রয়েছে ফোনটিতে।
মেসির জন্য সোনায় মোড়ানো আইফনটি তৈরি করেছে যুক্তরাজ্যের আইডিজাইন গোল্ড। ২০২১৯ সালের সময় আইফোনটির দাম ছিল ২১ হাজার মার্কিন ডলার
জেবি/এসবি