ইন্সটাগ্রামে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩০ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২২

বহুদিন ধরে বিতর্ক চলে আসছে মেসি এবং রোবালদো মধ্যে সেরা কে? সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর থেকে সেই বিতর্ক অনেকটাই থেমেছে। অবশেষে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি। শুধু খেলার মাঠে নয়, সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামেও ক্রিশ্চিয়ানোকে ছাড়িয়ে গেলেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে সামাজিকমাধ্যমক ইন্সটাগ্রামে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে রোনালদোর একটি ছবি সব থেকে বেশি লাইক এবং শেয়ার হয়েছিল। এবার মেসির পোস্ট করা একটি ছবি রোনালদোর রেকর্ড ছাড়ানো ছবিকেও পেছনে ফেলেছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপসহ একটি পোস্ট করেছিলেন মেসি। সেই ছবিটি পূর্বের সকল রেজর্ড ছাড়িয়ে লাইক পড়েছে সাড়ে ৫ কোটিরও বেশি। এর আগে এই রেকর্ড ছিল রোনালদোর দখলে। এই পোস্টের মাধ্যমে ফুটবলের পাশাপাশি সামাজিকমাধ্যমও রোনালদোকে পেছনে ফেললেন মেসি।
জেবি/এসবি