সাকিবকে নিয়ে সকল শঙ্কা কাটিয়ে দিলেন অ্যালন ডোনাল্ড


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২২


সাকিবকে নিয়ে সকল শঙ্কা কাটিয়ে দিলেন অ্যালন ডোনাল্ড
অ্যালন ডোনাল্ড

চলতি ভারত সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে পিঠে চোট পাওয়ার পর টেস্টে সিরিজের প্রথম ইনিংসে মাত্র ১২ ওভার বল করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে একটি বলেও হাত ঘুরাননি এই অলরাউন্ডার। তাই ভারতের বিপক্ষে শেষ টেস্টে সাকিবের বল করা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু সাকিবকে নিয়ে সকল শঙ্কা কাটিয়ে দিলেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড।

বুধবার (২১ ডিসেম্বর)  ভারতের সঙ্গে দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত হন ডোনাল্ড। এসময় সাকিবের ইনজুরি পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে  তিনি বলেন, 'সাকিব ঠিক আছে, সে বল করবে। সে ব্যথা পেয়েছিল ওয়ানডে ম্যাচে। সেটা থেকে সে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত।’

এদিকে ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে ছিলেন না তাসকিন আহমেদ। তবে মিরপুর টেস্ট দিয়ে দলে ফিরছেন এই স্পিডস্টার, এমনটাই ইঙ্গিত ডোনাল্ডের। তিনি বলেন, ‘তাসকিন আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। তবে এই টেস্ট খেলার জন্য সে প্রস্তুত।’

জেবি/এসবি