পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বরখাস্ত হলেন রমিজ রাজা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৫৫ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে চেয়ারম্যান পদ হারালেন রমিজ রাজা। তার স্থানে নতুন চেয়ারম্যান হয়ে আসছেন নাজাম শেঠী। দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এর আগে গুঞ্জন রটে ছিলো সরে যেতে হতে পারে রমিজ রাজাকে। ইমরান খানের সময় নিয়োগ পাওয়া রমিজের ভবিষ্যৎ শঙ্কায় পরে মূলত সরকার বদলের সাথে। এরপর জিম্বাবুয়ের কাছে হারের পর খবরই রটে- যাচ্ছেন তিনি।
কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করায় সে দফায় বেঁচে যান তিনি। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার পর এবার আর শেষ রক্ষা হলো না তার।
পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, পিসিবির চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠীর নিয়োগ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর বরখাস্ত করা হচ্ছে রমিজ রাজাকে।
জেবি/এসবি