মেহেরপুরের কুখ্যাত ডাকাত শ্রীপুরে গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৭ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২২


মেহেরপুরের কুখ্যাত ডাকাত  শ্রীপুরে গ্রেফতার
কুখ্যাত ডাকাত আরিফ

ময়মনসিংহের ফুলপুর থানার চুরির মামলায় মেহেরপুরের কুখ্যাত ডাকাত আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (২১ ডিসেম্বর) রাতে গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকা থেকে তাকে ফুলপুর থানা পুলিশ গ্রেফতার করে। সে মেহেরপুরের পিরোজপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুরের শ্রীপুর থানার মুলাইদ এলাকায় সুফিয়া ফ্যাক্টরী সংলগ্ন আফাজ উদ্দিনের বাসার ভাড়াটিয়া ছিল।


জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধানে  ফুলপুর থানার মামলা নং-৩১, ধারা- ৩৭৯ দন্ডবিধি এর তদন্তকারী অফিসার এসআই (নি:) মোফাখখির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে  মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত আসামী হিসেবে আরিফ মিয়া ওরফে আরিফ ডাকাত (৪৫) কে বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা হইতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ ডাকাতকে পুলিশ রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। 


ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত  আরিফ মেহেরপুরসহ বিভিন্ন থানার  ডাকাতি, অস্ত্র, চুরি ও বিস্ফোরকসহ ১২ টির অধিক মামলার আসামী। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো।


আরএক্স/