প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৯ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২২

ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে ১৪ রানে শেষ ৫ উইকেটে হারিয়ে আড়াইশর আগেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রায় ১২ মাস পর শতকের সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারলেন না মুমিনুল।
এ বাঁহাতি ব্যক্তিগত ৮৪ রানে আউট হন নবম ব্যাটার হিসেবে। বাংলাদেশের ষষ্ঠ উইকেট পড়ে ২১৩ রানে। শেষ ৫ উইকেটে যোগ হয় মাত্র ১৪ রান।
৭৩.৫ ওভার দীর্ঘ হয় বাংলাদেশের ইনিংস। উমেশ যাদব ও রভিচন্দ্রন অশ্বিন নেন চারটি করে উইকেট। ১২ বছর পর টেস্ট খেলার সুযোগ পাওয়া জয়দেব উনাদকাট নেন দুটি উইকেট।
জেবি/এসবি