মেসির ছবি দিয়ে ছাপানো হবে আর্জেন্টিনার ব্যাংক নোট!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জন্টিনা। এই আনন্দে দেশটির ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছে মেসির ছবি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সংবাদ সংস্থা ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মুখচ্ছবি ১০০০ মূল্যমানের পেসো ব্যাংক নোটে রাখার কথা চিন্তা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
দ্য সানের বরাতে ডেইলি মেইলের প্রতিবেদনেআরও বলা হয়েছে, ৩৬ বছর পর ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার ১০০০ মূল্যমানের পেসোর নোটে মেসির ছবি রাখার পরিকল্পনা করছেন দক্ষিণ আমেরিকার এই দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা।
জেবি/এসবি