পন্থকে ৯৩ রানে আটকে দিলো মিরাজ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৪ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২২


পন্থকে ৯৩ রানে আটকে দিলো মিরাজ
মিয়াজের দারুণ এক বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন পান্ত

বারবার সুযোগ হাতছাড়া করছিলেন ফিল্ডাররা। শ্রেয়াস আয়ার-ঋষভ পন্থ তাতে গড়ে ফেলেছিলেন বড় জুটি। বোলারদের ওপর ছড়ি ঘুরাচ্ছিলেন। তবে নার্ভাস নাইন্টিজে প্রবেশের পর একটু যেন খোলসবন্দি হলেন এই ভারতীয় ব্যাটসম্যান।


আর তাতেই নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। ব্যক্তিগত ৯৩ রান করে মিয়াজের দারুণ এক বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন পান্ত। অসাধারণ ব্যাটিং করেও ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন।


নিজে শতক না পেলেও এই ব্যাটসম্যানের ব্যাটিং ঝড়ে ইতোমধ্যে লিড নিয়ে ফেলেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ২৫৪ রান করেছে ভারত। প্রথম ইনিংসে দলটি বাংলাদেশের চেয়েও ২৭ রানে এগিয়ে গেছে।


সকালে চেতেশ্বর পূজারার বিদায়ে মাঠে নামেন পান্ত। শুরুতে অবশ্য স্লিপ কর্ডনে একটি ক্যাচও তুলে দেন। তবে সেটি তালুবন্দি করতে পারেননি লিটন দাস। প্রথম সেশনে কিছুটা দেখেই খেলেন ঋষভ।


তবে দ্বিতীয় সেশনে এসে হাত খুলে মারকুটে ব্যাটিং করতে থাকেন এই ভারতীয় ব্যাটসম্যান। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে ৪৯ বলে ৫টি চার ও ১টি ছয়ে ফিফটি স্পর্শ করেন। এরপর ছয় মারেন আরও ৪টি। সঙ্গে চারও যোগ করেন ২টি।


আর তাতে দ্রুত শতক পাওয়ার পথেই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণিতে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ১০৪ বলে ৭ চার ও ৫ ছয়ে ৯৩ রান করে বিদায় নেন পান্ত।

জে বি/ এ জে