মেসির আরব পোশাকের দাম উঠেছে ১০ কোটি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২


মেসির আরব পোশাকের দাম উঠেছে ১০ কোটি
মেসির আরব পোশাক

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মেসির গায়ে জড়িয়ে দেন কাতার এবং আরব বিশ্বের প্রতীক ‘বিশত’ নামের এক ধরনের বিশেষ পোশাক। সেটি ভালভাবে নেয়নি পশ্চিমারা। এই বিতর্কের মধ্যেই দাম উঠল মেসির সেই কালো পোশাকের।


আরবের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছিলেন মেসি। সেই পোশাক ফিরে পেতে এবার আর্জেন্টাইন সুপারস্টারকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে।


মেসির পরা সেই পোশাক যত্ন সহকারে নিজের কাছে রাখার আবদার করলেন ওমানের সাংসদ তথা আইনজীবী আহমেদ আল বারওয়ানি। তিনি টুইটারে মেসিকে উদ্দেশে একটা টুইটও করলেন। যেখানে তিনি লিখেছেন, ‘ওমানের পক্ষ থেকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাই আপনাকে। 


মেসির থেকে ওই আরব পোশাকটি পেতে বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি দিতে চান বারওয়ানি। সঙ্গে তিনি জানালেন, মেসি এই প্রস্তাবে রাজি হলে তিনি মধ্যপ্রাচ্যের দেশে এই পোশাকটি প্রদর্শনীতে রাখবেন।