এবারের আইপিএলে প্রথমবার ৩ বাংলাদেশি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২


এবারের আইপিএলে প্রথমবার ৩ বাংলাদেশি
মুস্তাফিজুর রহমান-সাকিব আল হাসান-লিটন দাস

এবারের আইপিএলে প্রথমবার খেলবেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। এর আগের বারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেই এবারও থাকছেন মুস্তাফিজুর রহমান।


এছাড়া শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত স্বল্প পরিসরের নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।


গতবারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। এবার ভিত্তিমূল্য কমিয়ে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স।


লিটন দাসও দ্বিতীয় ডাকে ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। 


ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে গতবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লী ক্যাপিটালস। ফিজের নতুন বলে সুইং ও কাটারে মুগ্ধ হয়ে এবারও তাকে দলে রেখে দিয়েছে দিল্লীর ফ্র্যাঞ্চাইজিটি।


জেবি/এসবি