৪ উইকেট হারিয়ে চাপে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৪৯ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২

বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে ভারত। সাকিব আল হাসান এনে দিয়েছিলেন প্রথম উইকেট।
দ্বিতীয় উইকেট নেওয়ার পর আরও চাঙ্গা হয়েছে দল। এরপর ৪ উইকেট হারিয়ে বিপকে পড়েছে ভারত।
শনিবার (২৪ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সফরকারীদের সামনে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ভারত উইকেট হারিয়ে করেছে ৩৮/৪ রান।