মিরাজের জোড়া আঘাত, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২

ঢাকা টেস্টে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনে চার উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। যার ফলে ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ সামনে রেখে চতুর্থ দিন খেলতে নেমেছে টাইগাররা।
আর নেমেই দিনের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। সকালেই জয়দেব উনাদকাটকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার ঋষভ পান্ত (৯) ও আকসার প্যাটেলকে (৩৪) ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দিলেন মেহেদী হাসান মিরাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ৯৫। ১৪ রান নিয়ে উইকেটে আছেন শ্রেয়াস আইয়ার ও ১০ রানে ব্যাট করছেন নতুন ব্যাটার রবিচন্দ্রন আশ্বিন।