বিপিএলের ৯ম আসর শুরু ৬ জানুয়ারি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৩৩ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২

বাংলাদেশ প্রিমিয়ারলিগ (বিপিএল) টি-টোয়েন্টির নবম আসর শুরু হবে আগামী ৬ জানুয়ারি। মোট ৪৬ ম্যাচের টুর্নামেন্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আগামী ১৬ ফেব্রুয়ারি।
শনিবার (২৫ ডিসেম্বর) বিপিএলের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের এবারের আসর আগের বারের মতোই দেশের তিনটি ভেন্যু- ঢাকার মিরপুর শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ৭ দল দলের নামগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।
এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স।
জেবি/এসবি