পুরস্কারে লাথি মারায় আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৪০ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২

মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে নিচে নেমে সেই পুরস্কারে লাথি মেরে আজীবন নিষিদ্ধ হলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। সম্প্রতি তার পুরস্কারে লাথি মারার এক ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাকে নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামলা মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিষিদ্ধ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘তার এমন কর্মকান্ডে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অডিটোরিয়ামের অন্য শরীরগঠনবিদরাও। আমাদের প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ করেছে জাহিদ হাসান। ফলে খেলাধূলায় শৃংখলা ফিরিয়ে আনতে আমরা তাকে আজীবন নিষিদ্ধ করেছি।’
এদিকে, সামাজিকমাধ্যমে এই আচরণের ব্যাখ্যা দিয়ে জাহিদ বলেন, ‘আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেয়া হয়নি। বিচারকরা সঠিক রায় দেননি। এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি।’
জেবি/এসবি