২০ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নেমেছে নিউজিল্যান্ড


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২


২০ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নেমেছে নিউজিল্যান্ড
বাবর আজম-টিম সাউদি

দীর্ঘ বছর ২০ বছর পাকিস্তানের মাটিতে খেলতে নেমেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার (২৬ ডিসেম্বর) করাচিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল।


শুরতে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা। এর আগে ২০০২ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। আর ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল কিউইরা। ওই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। এরপর নিরাপত্তার কারণে আর পাকিস্তান সফর করেনি কিউইরা।


নিউজিল্যান্ড একাদশ-

টিম সাউদি (অধিনায়ক), টম ল্যাথাম, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারেন মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, কেন উইলিয়ামসন, ইশ সোধি, নেইল ওয়েগনার, অ্যাজাজ প্যাটেল।


পাকিস্তান একাদশ-

বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আঘা সালমান,  সাউদ শাকিল, নওমান আলি, মোহাম্মদ ওয়াসিম, মীর হামজা, আবরার আহমেদ।


জেবি/এসবি