এবার ফেডারেশনকেই বয়কট করলেন বডিবিল্ডার জাহিদ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:৪০ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২


এবার ফেডারেশনকেই বয়কট করলেন বডিবিল্ডার জাহিদ
জাহিদ হাসান শুভ

পুরস্কারে লাথি মেরে আজীবন নিষিদ্ধ হওয়া বডিবিল্ডার জাহিদ হাসান শুভ এবার ফেডারেশনকেই বয়কট করেছেন। 


সোমবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে জাহিদ হাসান শুভ বলেন, 'চোরদের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা। জুতা পেটা করা উচিত তাদের। ওরা আমাকে কী ব্যান করবে আমি এই ফেডারেশনকে বয়কট করেছি'


তিনি আরও বলেন, ' আপনারাআ চুরি করবেন, সেটা ধরিয়ে দিলেই ব্যান করে দিবেন। যা করেছি ঠিক করেছি। যা করেছি বুঝে শুনেই করেছি। চোরের মুখে লাথি দিয়েছি। দুর্নীতিকে লাথি দিয়েছি। তারা একটা বানোয়াট জাজমেন্টের দ্বারা আমাকে দ্বিতীয় বানিয়েছে। আমার বডি কন্ডিশন হিসেব করা হলে কোনভাবেই সেকেন্ড হওয়ার কথা না। তারা একটা বানোয়াট রেজাল্ট দিয়ে আমাকে সেকেন্ড ঘোষণা করে।'