শততম টেস্টে ডাবল সেঞ্চুরি ওয়ার্নারের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২


শততম টেস্টে ডাবল সেঞ্চুরি ওয়ার্নারের
পেশির টানে মাঠ ছাড়ছে ডেভিড ওয়ার্নার

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় দিনেই বড় লিডের পথে রয়েছে অস্ট্রেলিয়া। শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ডাবল সেঞ্চুরি পুরো করার পরই অবশ্য পেশির টানে মাঠ ছাড়তে হয় তাকে।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে কীর্তির আলোয় নিজেকে রাঙান ওয়ার্নার। ২৫৪ বলে ১৬ চার, ২ ছক্কায় করেন ২০০ রান। 

 

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে শততম টেস্টে সেঞ্চুরি ছিল শুধু মাত্র রিকি পন্টিংয়ের। তার রান ছাড়িয়ে ডেভিড ওয়ার্নার গড়েলেন আরেক কীর্তি। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন এই ব্যাটসম্যান।


টেস্টে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ওয়ার্নারসহ মোট দশজন। ১৯৬৮ সালে প্রথম এই নজির গড়েন ইংল্যান্ডের কলিন ক্রাউন্ডে। পরে এই তালিকায় একে একে নাম উঠে পাকিস্তানের জাভেন মিয়াঁদাদ, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম উল হক, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ইংল্যান্ডের জো রুটের।


আরএক্স/