জয়ী হয়ে কান্নাভেজা চোখে যা বললেন নিপুণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অবশেষে
দায়িত্ব নিতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি। নির্বাচনী আচরণবিধি
না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড। তার পরিবর্তে বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের চেয়ারম্যান
সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ
সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন।
এর আগে ভোট কেনার অভিযোগ এনে নিপুণ আপিল
বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে আবেদন জানান।
চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করার পর
কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে
পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমার আর কিছু বলার নেই।’
সোহানুর রহমান সোহান জানান, আগামীকাল
বিকেল ৫টায় শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক
এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী
নিপুণ পান ১৬৩ ভোট। মাত্র ১৩ ভোটে হেরেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। পরবর্তীতে তিনি
জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন। নানা নাটকীয়তা শেষে বিজয়ীর
হাসি হাসছেন নিপুণ।
ওআ/